-:তামার কয়েন থেকে সোনার কয়েন প্রস্তুতি:-

উপকরন:-
             1. তামার কয়েন / তামার পাত।
             2. জিংক সালফেট (ZnSO4)।
             3. ধাতব জিংকের টুকরো।
             4. পাতিত জল।
             5. বিকার।
             6. চিমটে।
             7. স্ট্যান্ড।
             8. বুনসেন বার্নার ।
             9. তারজালি।
পদ্ধতি :-
               প্রথমে একটি ছোট বিকারে পাতিত জল নিয়ে জিংক সালফেট(ZnSO4) - এর দ্রবন প্রস্তুত করতে হবে। দ্রবন সহ বিকারটিকে তারজালি সহ স্ট্যান্ডের উপর রেখে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত অবস্থায় দ্রবনের মধ্যে ধাতব জিংকের টুকরো দিতে হবে। এরপর তামার কয়েনটিকে দ্রবনের মধ্যে রাখতে হবে। এইভাবে রেখে দিলে কিছু সময় পর কয়েনটর উপর রুপলী বর্ণের আস্তরন পরবে। সেই অবস্থায় একটি চিমটে করে কয়েনটিকে তুলে নিতে হবে। এরপর বিকারটিকে সরিয়ে তারজালির উপর বুনসেন বার্নারের সাহায্যে কয়েনটিকে উত্তপ্ত করলে সেটি সোনালী বর্ণ ধারণ করবে। অতঃপর কয়েনটিকে জলে ঠান্ডা করে নিলেই প্রস্তুত হয়ে যাবে সোনালী কয়েন।
পর্যবেক্ষণ :-
                 তামার কয়েনট কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সোনালী কয়েনে পরিনত হয়েছে। এটি আদতে কোন সোনার কয়েনে রুপান্তরিত হয়নি। পরীক্ষার সময় নির্দিষ্ট নাও হতে পারে। 

Comments